ডেস্ক: কিশোরগঞ্জে বজ্রপাতে হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন কৃষক ও একজন নারী রয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মানিক মিয়া (৪৫), মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের সুরমা খাতুন (৫০) ও অষ্টগ্রাম উপজেলার কারবালাহাটি গ্রামের রিফাত (৩০)।
এছাড়া মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের মৃত শুক্কুর আলী ছেলে মিলন মিয়া (২৫) গুরুতর আহতাবস্থায় মিঠামইন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ইটনা ও মিঠাইন এবং অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পৃথক স্থানে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।