প্রতিবেদক: বুধবার (১৯এপ্রিল) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-আন্তঃ ওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র পর্দা উঠেছে।সিটি মেয়র সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বেলুন উড়িয়ে টুর্নামেন্ট’র উদ্বোধন ঘোষণা করেছেন। উদ্বোধনী খেলায় ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সাথে ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড প্রতিদ্বন্দ্বীতা করছে।
সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন,চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা সামসুদ্দোহা, প্রেস ক্লাব সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, টুর্নামেন্ট আহবায়ক মো. ইউসুফ,প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ ৪১টি ওয়ার্ড কাউন্সিলর,সংরক্ষিত কাউন্সিলর এবং সিজেকেএস কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।