সনজয় সেন, পটিয়া সংবাদদাতা: আজ বৃহস্পতিবার দুপুরে পটিয়ার ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলী খেলার ১১৩তম আসর পটিয়া পৌরসভার পাশে ৬নং ওয়ার্ডের মাঠে অনুষ্ঠিত হয়।
বলী খেলা দুপুরে শুরু হয়ে একটানা সন্ধ্যা পর্যন্ত চলে। মেলায় বিভিন্ন জায়গা থেকে আগত বিক্রেতারা বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে জমজমাট ও দৃষ্টিনন্দন করে তুলে ঐতিহ্যবাহী এ আয়োজনকে।
পটিয়ার ঐতিহ্য রক্ষার্থে ব্রিটিশ শাসনামল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নামকরা বলীরা বলী ধরার জন্য খেলায় অংশগ্রহণ করে। তার মধ্যে কক্সবাজারের নজরুল, মহেষখালির সৈয়দ নুর, চকরিয়ার আকতার, বোয়ালখালির কাষণ, মহেষখালির নামকরা গতবারের চ্যাম্পিয়ান কলিম বলী। আবার দেখা যায় উঠতি বয়সের যুবকের সাথে বলি খেলায় অংশ নেন ৫০ বছরের বৃদ্ধরাও।
খেলার রেফরীর দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির চেয়ারম্যান শাহাজান।
বলী খেলায় সভাপত্বিত করেন আনোয়ারুল আলম, উদ্ধোধন করেন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বিশেষ পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ চৌধুরী (টিপু), পৌর আ”লীগের সাধারন সম্পাদক আলমগীর আলম, দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ।
পটিয়া আরাকান মহা সড়কের পাশে মেলাটি অবস্থান হওয়ায় অনেক দুর দুরান্ত থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে ।
পরে চ্যাম্পিয়ান কলিম উল্লাহ ও রানার্সআপন হাসেম বলীকে অতিথিরা বিজয়ের ট্রপি তুলে দেন।