সনজয় সেন,পটিয়া সংবাদদাতা: পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে বৃহস্পতিবার সকালে মোলভী বাজার সবজি ক্ষেত ঘিরে দেওয়া জালে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়ে।
পটিয়া বন বিভাগ খবর পেয়ে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসে । পরে অবশ্যই সাপটি পটিয়া বন বিভাগের কর্মকর্তা সুলতানুল আলম ও টিটু চাকমাসহ বিকালে পটিয়া শ্রীমাই পাহাড়ে অবমুক্ত করে দেয়।
এই বিষয়ে বন বিভাগ কর্মকর্তা টিটু চাকমা বলেন, প্রতিনিয়ত ব্যাপকহারে পাহাড়ের জঙ্গল উজার করে ফেলার কারণে সাপগুলো তাদের খাবার সংগ্রহ করতে পারছে না। তাই সাপ নিজের খাবার সংগ্রহ করতে লোকালয়ে চলে আসে এবং লোকের হাতে ধরা পড়ে।
তবে কেউ সাপ ধরার খবর দিলে আমরা তা উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করে থাকি।