সনজয় সেন.পটিয়া সংবাদদাতা: আজ বৃহস্পতিবার পটিয়ার ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলী খেলার ১১৩ তম আসর কিছুক্ষনের মধ্যে শুরু হচ্ছে। এই বলী খেলা বৃহস্পতিবার দৃপুরে শুরু হয়ে একটানা সন্ধ্য পর্যন্ত চলবে।
বলী খেলা এবং বৈশাখী মেলা উপলক্ষে নেওয়া হয়েছে আয়োজক কমিটির বিশেষ ব্যবস্থা। পটিয়ার ঐতিহ্য রক্ষার্থে ব্রিটিশ শাসনামল থেকে এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নামকরা বলীরা বলী ধরার জন্য খেলায় অংশগ্রহণ করবে বলে আশা করছেন আয়োজক কমিটি।
এদিকে মেলায় প্রধান অতিথি থাকবেন বলে জানিয়েছেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ চৌধুরী (টিপু),পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সহ আরো অনেক অতিথি ।
পটিয়া আরাকান মহাসড়কের পাশে মেলাটি স্থান হওয়ায় অনেক দুর দুরান্ত থেকে দর্শক সমাগম বেশী হবে।