মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়েছে চলতি বছর জানুয়ারীতে। ১১ মে বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সরকার।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর ধারা ৪ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করেছে।
দোহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত এলাকা সমূহ হলো দোহাজারী ইউনিয়নের চাগাচর, দোহাজারী, রায়জোয়ারা, হাতিয়াখোলা, জামিজুরী ও দিয়াকুল মৌজা এবং সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদন্ডী মৌজা।
প্রসঙ্গতঃ চলতি বছর ৯ জানুয়ারী (সোমবার) প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটি (নিকার)’র সভায় দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ প্রস্তাবটি অনুমোদন করা হয়।
প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে দোহাজারীবাসীর মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। আগে ঘোষণা দেয়া হলেও এ প্রজ্ঞাপনের মধ্য দিয়ে চূড়ান্ত প্রস্তুতি খুশি অত্র পৌরসভার সকল নাগরিক।