রিমন পালিত. বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বাংলাদেশ বার্ডার গার্ড রিক্রুট ব্যাচের ৯০ তম সমাপনী কুচকাওয়াজ অনুষ্টিত হয়েছে।
সকালে বায়তুল ইজ্জতে এই সমাপনি কুচকাওয়াজটি সম্পন্ন হয়।
উক্ত সমপানি অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন ভারতের বিএসএফ এর মহাপরিচালক শ্রী কে কে শর্মা আইপিএস,বডার গার্ড ট্রেনিং সেন্টার কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসেন,বিজিবির সকল বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা ।
অনুষ্টানে প্রধান অতিথি বিজিবিকে একটি দক্ষ প্রশিক্ষিত চেীকষ বাহিনী হিসাবে উল্লেখ করেন এবং দেশ রক্ষায় তাদের দৃড়তা শৃঙ্খলা বোধকে শ্রদ্ধা জানায় ।সেই সাথে নবীন পুরুষ ও নারী সৈনিকদের দেশ রক্ষায় দৃড় শপথ নিয়ে দেশের সুনাম রক্ষার জন্য সততা ও বুদ্ধিমত্তার সাথে সকল কাজ পরিচালনা করার আহবান জানান।
এবং সব শেষে নতুন নিযুক্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয় ।