নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি : ফটিকছড়ি বিবিরহাট বাজারের বাস ষ্টেশন সংলগ্ন গ্রীন হাউজ আবাসিক হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মুহাম্মদ অানোয়ার হোসেন(২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক মুহাম্মদ আনোয়ার হোসেন উপজেলার মধ্যম কাঞ্চন নগর হামিদ পাড়ার মৃত মফজল আহমদের পুত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কর্মকর্তা বিজন কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে বিকাল হোটেলের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখানো পায়নি।